দিনেদুপুরে প্রকাশ্যে নিজের সন্তানকে জ্বালিয়ে দিল এক প্রৌঢ়। এই ভয়াবহ ঘটনার ভিডিয়োটি সামনে আসার পরই তা ভাইরাল (Bengaluru viral video) হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই প্রৌঢ় তার পুত্রের গায়ে আগুন (Man set his son on fire) লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার আর সে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টায় রত। যদিও, তার সেই চেষ্টা 'সফল' হয়নি। দাউদাউ করে জ্বলে উঠল দেহ। পুলিশ জানিয়েছে, গত ১ এপ্রিল বেঙ্গালুরুর চাম্রাজপেটের কাছে আজাদনগরে রাজস্থানের ৫৫ বছর বয়সী বাসিন্দা সুরেন্দ্র তার ২৫ বছরের পুত্র অর্পিতের গায়ে আগুন লাগিয়ে দেয়। ভয়াবহভাবে অগ্নিদগ্ধ অবস্থায় অর্পিতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় আফ্রিকান সাফারি! আগেই প্ল্যান করেছিলেন রণবীর-আলিয়া
সিসিটিভি ফুটেজে (Bengaluru viral video) দেখা যাচ্ছে নির্মাণ-ব্যবসায়ী ওই অভিযুক্ত ব্যক্তি ও তার পুত্র একটি ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসছে। পুত্র একটি দু'চাকা গাড়ির সামনে চলে আসে। ওই ব্যক্তিকে তখন পুত্রের গায়ে কিছু ছিটিয়ে দিতে দেখা যায়। তারপর দেশলাইয়ের আগুন দিয়ে নিজের পুত্রকে জ্বালিয়ে দেয় ওই ব্যক্তি।
আগুন লাগার পরেই (Bengaluru viral video) অর্পিত দৌড়াদৌড়ি শুরু করে রাস্তা দিয়ে। তারপর তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ভিক্টোরিয়া গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুরেন্দ্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩০২ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, অর্থজনিত কোনও সমস্যার জন্য 'তিতিবিরক্ত' হয়ে এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।