চাঁদের মাটিতে ভারতের মহাকাশযানের ঐতিহাসিক অবতরণের পর দেশজুড়েই চলছে সেলিব্রেশন। তার মধ্যেই এবার প্রকাশ্যে এল সেই বিশেষ মুহূর্তে বিক্রমের পেট থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসার ছবি। যা নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল গত ২ দিন ধরেই! সেই কৌতূহলের নিরসন করল বিক্রম। চাঁদের মাটিতে সফল ভাবে রোভারের অবতরণের ভিডিয়ো পাঠাল সেটি। পৃথিবীর সময় অনুযায়ী আগামী ১৪ দিন সেখানে দিনের আলো থাকবে। এই সময়ের মধ্যে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে।
উল্লেখ্য, রোভার প্রজ্ঞানের মধ্যে রয়েছে একাধিক বৈদ্যুতিন যন্ত্রপাতি। চাঁদের দক্ষিণ মেরুর অনেক কিছুই এখনও মানুষের অজানা। সেই দিকগুলি নিয়েই খোঁজ শুরু করবে রোভার প্রজ্ঞান। কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি, তা খতিয়ে দেখে পৃথিবীতে তথ্য পাঠাবে প্রজ্ঞান।