গোপনে পর্ণগ্রাফি দেখা অপরাধের মধ্যে পড়বে না। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টের। আদালতের তরফে জানানো হয়েছে, এই বিষয়টিকে ভারতীয় দণ্ডবিধির ২৯২ নম্বর ধারার মধ্যে গ্রাহ্য করা হবে না।
২০১৬ সালে এর্নাকুলাম জেলার এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় পুলিশের তরফে জানানো হয়, রাতের অন্ধকারে রাস্তার পাশে বসে পর্নগ্রাফি দেখছিলেন অভিযুক্ত ব্যক্তি। সেই মামলার শুনানি শেষে ওই মন্তব্য করেন কেরালা হাইকোর্টের বিচারপতি পি ভি কুহ্নিকৃষ্ণণ।
মামলার রায় দেওয়ার সময় বিচারপতি জানিয়েছেন, পর্নগ্রাফি দেখা একজন নাগরিকের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। সেক্ষেত্রে ওই বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।
এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ২৯২ নম্বর ধারার কথাও উল্লেখ করেছেন বিচারপতি। তাঁর বক্তব্য, যদি কেউ প্রকাশ্যে কোনও অশ্লীল ভিডিও বা ছবি দেখেন এবং সেই ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয় তাহলে সেই বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
Read More- নয়া পার্লামেন্টে কর্মীদের পোশাকে পদ্মফুলের নকশা, প্রতিবাদ কংগ্রেসের
রায় দেওয়ার সময় বিচারপতি জানিয়েছেন, বহু বছর ধরেই পর্নগ্রাফি রয়েছে। কিন্তু বর্তমানে ইন্টারনেটের দৌলতে তা খুবই সহজলভ্য হয়ে গেছে। তবে তাঁর পালটা বক্তব্য, শিশুরা হাতে মোবাইল ফোন পেয়েই যদি পর্নগ্রাফি দেখতে শুরু করে তাহলে তা খুবই চিন্তার। সেবিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।