বাংলা মডেলই আগামীতে দেশের মডেল হোক। এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। উল্লেখ্য, এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী।
সংগঠনটির দাবি, বিজেপি সরকারের নীতির জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন রেশন ডিলাররা। ফলে তাঁদের দাবি, বাংলায় যে সার্বিক রেশনিং ব্যবস্থা চালু আছে, তা এবার দেশজুড়ে কার্যকর করা হোক। এই মর্মেই তাঁরা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন- Rani Mukherji: ২ বছর বাদে বড় পর্দায়, ছবির সাফল্যে বাংলার মানুষকে ধন্যবাদ রানি মুখোপাধ্যায়ের
সংগঠনটির আরও দাবি, রেশন কার্ড থাকা সত্ত্বেও বহু মানুষকে রেশনের ক্ষেত্রে সমস্যায় পড়েন। ওই সময় যাতে তাঁরা ইপিওএস মেশিনে আধার নম্বর দিয়ে রেশন পান, সেই ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ওই সংগঠন।