মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman) ঘোষণা করলেন ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট(Budget 2022)। এই নতুন কেন্দ্রীয় বাজেটে বেশকিছু জিনিসে কর বাড়িয়েছে কেন্দ্র(Central Govt.)। অন্যদিকে আবার বেশ কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
কোন কোন জিনিসের দাম কমবে?
কেন্দ্রীয় বাজেটে(Budget 2022) দাম কমতে চলেছে পোশাকের। হীরেতে(Diamond) শুল্ক কমানোয় দাম কমবে হীরের গয়নার(Diamond Jewelry)। শুধু তাই নয়, নতুন বাজেটে সস্তা হয়েছে গ্রহরত্ন। চামড়াজাত বিভিন্ন দ্রব্য(Leather Goods), যেমন জুতো-ব্যাগ-বেল্ট ইত্যাদির দাম কমবে। দাম কমতে চলেছে দামি মোবাইল ফোন(Mobile Phone), চার্জারের(Charger)। সস্তা হবে ইমিটেশনের গয়না। এর পাশাপাশি, দাম কমতে চলেছে কৃষি যন্ত্রপাতির(Agricultural Machinery)। বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতি(Machinery) সস্তা হবে বলেই জানানো হয়েছে। পেট্রোপণ্যের(Petrolium Products) লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের(Common People)। সেকথা মাথায় রেখে এবার দাম কমছে কেরোসিন-গ্যাসোলিন-জ্বালানি তেল-ডিজেল-পেট্রোল প্রাকৃতিক গ্যাসের।
দাম বাড়বে কোন কোন জিনিসের?
ইস্পাতজাত(Steel Products) সমস্ত দ্রব্যের দাম বাড়তে চলেছে। ফলে স্টিলের বাসনের দাম বাড়ার আশঙ্কা। এর পাশাপাশি, বাড়তে চলেছে বিদেশ থেকে আমদানি করা ছাতার(Umbrella) দাম।