মহারাষ্ট্রের (Maharashtra) একটি ঘটনা সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে। একই ব্যক্তিকে যমজ বোনকে (Mumbai twin sisters maariage) বিয়ে করার অভিযোগে গ্রেফতার করেছে শোলাপুর পুলিশ। একসঙ্গে কোনও ব্যাক্তির দুটি বিয়েতে আইনি স্বীকৃতি দেয় না ভারতের আইন। তাই, এ ক্ষেত্রেও বিয়ের ঘটনা সামনে আসতেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে।
জেনে নেওয়া যাক বহুগামীতা নিয়ে ভারতীয় আইন কী বলে?
ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারায় উল্লেখ আছে, এক স্বামী বা এক স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও পুনরায় বিয়ে করলে ব্যক্তি সাত বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন পাশাপাশি দিতে হবে আর্থিক জরিমানাও।
Reasons for leaving job: বস বাজে, ৫০ শতাংশ কর্মী চাকরি ছাড়েন এই কারণেই চাকরি ছাড়েন
একটি বিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে আইন অনুসারে দ্বিতীয় বিয়ে বৈধ হয় না, তবে এ ক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে, পুলিশ এ ক্ষেত্রে সুয়ো মুটো পদক্ষেপ করতে পারে না, দুই পরিবারের ঘনিষ্ঠ কাউকেই ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার বিয়ে করার অভিযোগটি দায়ের করতে হয়।