ভারতীয় রেলের মুকুটে নয়া পালক যোগ করেছে বন্দেভারত। বিভিন্ন রাজ্যে, একাধিক শাখায় ছুটছে এই লাক্সারি সেমি হাইস্পিড ট্রেন। খাওয়া দাওয়া থেকে, আরাম সব দিক থেকেই যাত্রীদের বেজায় পছন্দের এই ট্রেন। অল্প দিলেই জনপ্রিয়তার শিখরে এই নতুন ট্রেন।
মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌড় নামের এক ব্যক্তি রাইট টু ইনফরমেশন বা RTI করে বন্দেভারতের আয় কত জানতে চেয়েছিলেন। এবার তারই জবাব দিল ভারতীয় রেল। চন্দ্রশেখরের দাবি,
Kakali Ghosh Dastidar: কাকলি ঘোষ দস্তিদারের কনভয়ে ধাক্কা, মাথায় সামান্য চোট পেলেন তৃণমূল প্রার্থী
রেল তাঁকে যা জানিয়েছে তা আদৌও জবাব তা তিনি মনে করেন না। কারণ, রেলের দাবি , বন্দে ভারত এক্সপ্রসের জন্য আলাদা করে কোনও হিসেব রাখা হয় না। যদিও, গত ওকক্টোবর মাসে ভারতীয় রেল জানিয়েছিল এই সেমি হাইস্পিড ট্রেনের ৯২% আসনই সংরক্ষিত।