হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধে ৬টা ৪ মিনিট নাগাদ সফট ল্যান্ডিং করবে বিক্রম। এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশজুড়ে। কিন্তু এর মধ্যেও থেকে গেছে একাধিক অজানা বিষয়। তারমধ্যে চন্দ্রযান তৈরির বিষয়টিও রয়েছে।
চন্দ্রযান তৈরিতে সহায়তা করেছে লার্সেন অ্য়ান্ড টুবরো (L&T), ভারত হেভি ইলেকট্রিক্যাল (BHEL), সেন্টাম ইলেকট্রনিক্স, গোদরেজ অ্য়ারোস্পেস, এম টি এ আর টেকনোলনিজ সহ একাধিক সংস্থা। চন্দ্রযানের মধ্যে থাকা বুস্টার, প্লেট, ব্যাটারি, সহ একাধিক সামগ্রী সরবরাহ করেছে এই সংস্থাগুলি।
জানা গিয়েছে একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে চাঁদে নামবে বিক্রম। প্রথমেই চাঁদের ভূমি সম্পর্কে একাধিক তথ্য সংগ্রহ করবে। মূলত কোন কোন উপাদান দিয়ে চাঁদের মাটি তৈরি হয়েছে সেগুলি সম্পর্কে তথ্য নেবে রোভার। এছাড়াও কোন কোন খনিজ রয়েছে সেবিষয়েও জানা যাবে।