সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা দেশের শীর্ষ আদালতের নেই। বিশেষ বিবাহ আইন পরিবর্তন করা সংসদের কাজ, জানিয়ে দিল পাঁচ বিচারপতির বেঞ্চ।
অথচ, মামলার রায়দানের প্রক্রিয়া চলাকালীন আদালত জানিয়েছিল, ‘‘বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।’’ সমকাম কোনও শহুরে বিষয় নয় বলেও উল্লেখ করেছিলেন প্রধান বিচারপতি। চূড়ান্ত রায়দানের আগে আদালতের এ ই সব পর্যবেক্ষণ দেখে অনেকেরই প্রাথমিক ধারণা হয়েছিল সমলিঙ্গের বিয়েকে আইনি বৈধতা দিতে চলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু হলো সম্পূর্ণ উল্টো।
Same Sex Marriage: সম্পর্কে স্বীকৃতি দিলেও সমলিঙ্গ বিয়ে অবৈধ! রায় দিল সুপ্রিম কোর্ট
আদালত জানিয়ে দিল, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কারণে বিশেষ বিবাহ আইন বাতিল করা বা এই আইনে কোনও শব্দ যোগ করার ক্ষমতা আদালতের নেই। এটা সম্পূর্ণ ভাবেই আইন প্রণয়নের বিষয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাকে অসংবিধানিক ঘোষণার মাধ্যমে সমকামী সম্পর্ককে আইনি স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট।