বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বাঙালি এক ক্যানসার রোগীকে। তাঁর অপরাধ ছিল সে দুর্বল, হাত পা কমজোরি, তাই সে নিজের ভারী হাতব্যাগটি বিমানে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেই অনুরোধ রাখা তো দূর, দিল্লি-নিউ ইয়র্কগামী ওই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে ওই বাঙালি ক্যানসারের রোগীকে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম মীনাক্ষি সেনগুপ্ত।ঘটনাটি ঘটেছে গত ৩০ জানুয়ারি। কেন মহিলার সঙ্গে এই ব্যবহার করা হল তা জানতে চেয়ে তদন্ত শুরু করেছে ডিজিসিএ।
মীনাক্ষি তার পরেই এ বিষয়ে অভিযোগ জানান দিল্লি পুলিশ এবং ভারতের অসামরিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ-র কাছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।