তেলাঙ্গায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একটি ভাল্লুক। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও কীভাবে ওই ভাল্লুকটি লোকালয়ে চলে এল সেনিয়ে চিন্তিত সাধারণ বাসিন্দা থেকে বনদফতরের আধিকারিকরা।
তেলাঙ্গানার একটি বাজারের কাছে ওই ভাল্লুকটিকে দেখা গেছে। সেখানে উপস্থিত কয়েকজন প্রথম ওই ভাল্লুকটি দেখতে পায়। তাঁরাও বিষয়টি দেখে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন ভিডিও করেন। ভিডিওটি ভাইরাল হয়েছে ১১ অগাস্ট।
সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-র খবর অনুযায়ী, শ্রীপূরম কলোনি এলাকায় প্রথম ওই ভাল্লুকটিকে দেখা গিয়েছিল। ওই এলাকার একটি CCTV ফুটেজ থেকে বিষয়টি জানা গিয়েছে।