ফের বিমানের জরুরি অবতরণ। দিল্লি থেকে গুয়াহাটি গামী একটি বিমানের কাচে চিড় ধরা পড়ে (Aircraft Windshield Cracked)। তা নজরে আসার পর ওই বিমানটিকে আপৎকালীন ভিত্তিতে জয়পুরে জরুরি অবতরণ করা হয় বিমানটি।
জানা গিয়েছে, গো ফার্স্ট সংস্থার বিমান (Go Air Flight)। জানা গিয়েছে, গত ২ দিনে এই সংস্থার বিমানে তৃতীয়বার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। DGCA জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা হওয়ায় এদিন জয়পুরে নামানো হয়েছে গো ফার্স্টের বিমানকে।
আরও পড়ুন: মমতার 'জিহাদ' নিয়ে মন্তব্য, হাই কোর্টে নতুন জনস্বার্থ মামলা দায়ের
ভারতের আকাশে বিমান পরিবহণের নিয়ন্ত্রক ওই সংস্থার এক আধিকারিক জানিয়েছে, মঙ্গলবার মুম্বই থেকে লেহ এবং শ্রীনগর থেকে দিল্লিগামী উড়ানেও যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল।