অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখে ফেরার পথে গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছিল নাগপুরের বছর ৮২-এর এক বৃদ্ধের। মৃতের নাম পুরুষোত্তম পুত্তেওয়ার। প্রাথমিক ভাবে দুর্ঘটনাই মনে করেছিলেন সকলে, কিন্তু বৃদ্ধের মৃত্যু তদন্তে নেমে কার্যত অবাক নাগপুর পুলিশ। তদন্তে দেখা গিয়েছে, আসলে বৃদ্ধর মৃত্যু দুর্ঘটনায় হয়নি। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলেই দাবি পুলিশের। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, পুত্রবধূ সহ আরও তিন অভিযুক্তকে।
নাগপুর পুলিশ জানিয়েছে, বৃদ্ধর ৩০০ কোটির বিপুল সম্পত্তি হাতাতে ১ কোটি টাকা দিয়ে ভাড়াটে খুনি লাগিয়েছিলেন মৃত পুরুষোত্তমের পুত্রবধূ অর্চনা পুত্তেওয়ার। জানা গিয়েছে, স্বামীর ড্রাইভার বাগদে এবং অন্য দুই অভিযুক্ত নীরজ নিমজে এবং শচীন ধর্মিকের সঙ্গে হত্যার পরিকল্পনা করেছিলেন অর্চনা। ঘটনার পর, অর্চনার কিছু বয়ানে অসঙ্গতি মেলায় নজরদারি বাড়ানো শুরু করে পুলিশ।