রাতে প্রেমিকের বাড়িতে থাকার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনে রাজি হয়নি প্রেমিক। কিন্তু এরপরও জোরাজুরি করতে থাকেন প্রেমিকা। এক কথা বারবার বলায় প্রেমিকার নম্বর ব্লক করে যুবক। সেই রাগেই প্রেমিকের বাড়ি গিয়ে আত্মহত্যা করলেন যুবতী। আত্মঘাতী যুবতীর নাম প্রণালী লোকরে। সোমবার সকালে মুম্বইয়ের দহিসারে প্রেমিকের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রণালী ও তাঁর প্রেমিক পরষ্পরকে গত ৬ মাস ধরে চিনতেন। রবিবার রাতে একসঙ্গে বিয়েবাড়িও গিয়েছিলেন তাঁরা। বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রণালী নিজের প্রেমিককে বাড়ি থাকার আবেদন করেন। কিন্তু ওই যুবক রাজি হয়নি। প্রণালীকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু বাড়ি আসার পরও বারবার জোর করতে থাকেন ওই যুবতী। প্রেমিক তাঁকে বলেন, গভীর রাতে বাড়ি থেকে বেরোনো নিরাপদ নয়। কিন্তু তারপরও জোরাজোরি করায় হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন তাঁর প্রেমিক।
পুলিশ সূত্রে খবর, এরপর সোজা ওই যুবকের বাড়ি আসেন প্রণালী। কেন তাঁকে ব্লক করেছেন, তা নিয়ে প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। সোমবার সকালে ওই বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।প্রণালীর । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হোয়াটসঅ্যাপের কথোপকথন খতিয়ে দেখছে পুলিশ।