ভারতে মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি । সম্প্রতি, এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য । দেশে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালানো সমীক্ষার উপর ভিত্তি করেই এই তথ্য দিয়েছে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অর্থাৎ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS Servey) ।
২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৭০৭ জেলায় এই সমীক্ষা চালানো হয়েছে । ১ লাখ ১ হাজার মহিলা ও ১ লক্ষ পুরুষদের উপর এই সমীক্ষা (Women have more sex partners) চালানো হয় । সেই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের বিচারে দেখা গিয়েছে দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় মহিলাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে । ১১ রাজ্যের মধ্যে এই বিষয়ে শীর্ষে রয়েছে রাজস্থান । সেখানে, গড়ে মহিলাদের যৌনসঙ্গীর সংখ্যা যেখানে ৩.১, সেখানে পুরুষদের সেক্স পার্টনার ১.৮ । রাজস্থান ছাড়া এই তালিকায় আরও যে রাজ্যগুলি রয়েছে, সেগুলি হল হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরল, লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ু ।
আরও পড়ুন, Mumbai Attack : মুম্বইয়ে ফের ২৬/১১-এর মতো হামলার হুমকি, পুলিশ কন্ট্রোলে পাক নম্বর থেকে হোয়াটসঅ্য়াপ
তবে, শেষ ১২ মাসের অভ্যেস নিয়েই করা সার্ভেতে দেখা গিয়েছে, নিজের স্ত্রী বা বান্ধবী নন, আবার লিভ-ইন সঙ্গীও নয়, অপরিচিত বা স্বল্প পরিচিত ছেলে বা মেয়ের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার প্রবণতা বেশি পুরুষদের। চার শতাংশ পুরুষের মধ্যে এমন অভ্যেস খুঁজে পাওয়া গেলেও মাত্র ০.৫ শতাংশ মহিলার মধ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যায় ।