২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শেষ পুর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সদ্য প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য আনা হল স্বল্পসঞ্চয় প্রকল্প, সেখানে ২ বছরের জন্য টাকা রাখা যাবে ২ লক্ষ টাকা।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে দু’বছরের জন্য টাকা রাখলে ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন মহিলারা। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে।
এ ছাড়া প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।