ফের কাশ্মীরে নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোরে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন মহম্মদ আমরেজ নামে এক ব্যক্তি। তিনি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে কাশ্মীরে থাকতেন তিনি। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়, বান্দিপোরের সোয়াদনারা এলাকায় হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দে বেরোতেই ঘটনাস্থল থেকে পালায় জঙ্গিরা। আহত ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ৩ নাবালিকাকে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৪
কাশ্মীর জ়োন পুলিশের পক্ষ থেকেও টুইট করা হয়। জানানো হয়, মধ্যরাতে জঙ্গিরা আচমকা এক শ্রমিকের ওপর হামলা চালায়। ওই শ্রমিক বিহারের বেসারহের মাধেপুরার বাসিন্দা বলে জানানো হয়েছে।