যন্তর মন্তরে ধর্না তুলে দেওয়ার পরই কুস্তিগিররা হুঁশিয়ারি দেন, গঙ্গায় গিয়ে পদক বিসর্জন দেবেন। মঙ্গলবার নির্ধারিত সময়ই হরিদ্বারে আন্দোলনকারী কুস্তিগিররা।
হর কি পৌড়ি ঘাটে তখন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের ঘিরে থিকথিক করছে ভিড়। মাটিতে বসে পড়েন সাক্ষীরা। চোখ কান্নায় ভিজে যায়। স্থানীয়রা এসে পদক বিসর্জন দিতে মানা করেন তাঁদের। কুস্তিগিরদের সমর্থনে 'ভারত মাতা কী জয়' স্লোগান দেন সাধারণ মানুষ। ওঠে বন্দেমাতরম স্লোগানও।
গত রবিবার যন্তর মন্তর থেকে ধর্না মঞ্চ তুলে দেয় দিল্লি পুলিশ। এরপরই হরিদ্বারের গঙ্গায় গিয়ে পদক বিসর্জনের সিদ্ধান্ত নেন কুস্তিগিররা।