যদি নির্ধারিত স্টেশন থেকে কোনও যাত্রী ট্রেনে না চড়েন, তাহলে তাঁর ফাঁকা আসনটি পরের যে কোনও স্টেশন থেকে চলন্ত ট্রেনে বসেই বুক করতে পারবেন অন্য যাত্রী। যাত্রীদের সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল।
রেল সূত্রে খবর, ট্রেনে চড়ার আগেই স্টেশনের সংরক্ষিত টিকিট (Reserved Tickets) কাউন্টার থেকে এবার যাত্রী জেনে নিতে পারবেন ফাঁকা আসন সম্পর্কিত তথ্য এবং পরে টিকিট পরীক্ষকের সঙ্গে কথা বলে চলন্ত ট্রেনে বসেই বুক করতে পারবেন ফাঁকা আসন। এজন্য ট্রেনের টিকিট পরীক্ষককে (TTE) এবার থেকে দেওয়া হবে ‘হ্যান্ড হেল্ড টার্মিনাল’। এক্সিকিউটিভ ক্লাসের টিকিট পরীক্ষকদের এই মেশিন দেওয়া শুরু হলেও আগামী দিনে সব ট্রেনের টিকিট পরীক্ষককে এই মেশিন দেওয়া হবে বলে জানিয়েছে পূর্ব রেলের বাণিজ্যবিভাগ।
আরও পড়ুন- Murshidabad Bomb Blast: মালদহের পর মুর্শিদাবাদ, ফের বোমা বাঁধতে গিয়ে মৃত ১
ট্রেনে কর্তব্যরত টিকিট পরীক্ষক এখন চেকিংয়ের পর ফাঁকা আসনগুলি নির্ধারণ করে মার্ক করে দিলেও তা ট্রেনের যাত্রী ছাড়া আর কেউ জানতে পারেন না। কিন্তু হ্যান্ড হেল্ড টার্মিনালের সাহায্যে সেই তথ্য এবার থেকে পরবর্তী স্টেশনগুলির রিজার্ভেশন কাউন্টারেও পাঠিয়ে দেওয়া হবে। ফলে কোনও যাত্রী পরের কোনও স্টেশনের কাউন্টার থেকে টিকিট বুক করতে পারবেন।