সোমবার থেকে রাজ্যে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ (12-14 years Vaccine) শুরু হচ্ছে। কলকাতা পুরনিগমের পক্ষ থেকে ৩৭টি সেন্টারে দেওয়া হবে কর্বিভ্যাক্স টিকা (Corbevax)। আগেই বিজ্ঞপ্তি দিয়ে টিকাকরণের কথা জানায় রাজ্যের স্বাস্থ্য দফতর।
কলকাতা পুরসভা (KMC) সূত্রে জানা গিয়েছে, টিকাকরণের জন্য রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেসব স্কুল টিকাকরণের প্রক্রিয়ায় এগিয়ে আসতে রাজি, তাদের ভ্যাক্সিনেটর পাঠিয়ে টিকাকরণে সাহায্য করা হবে। কলকাতায় কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার চাহিদা অনেকটাই কম। তাই আগামী দুসপ্তাহ বন্ধ থাকছে কোভ্যাক্সিন টিকাকরণ।
আরও পড়ুন: রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৪৫ জন, মৃত্যুসংখ্যা শূন্য
১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ কীভাবে হবে! কোউইন পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। বাড়ির কোনও সদস্যের কোউইন অ্য়াপে রেজিস্ট্রেশন থাকলে, তার অ্যাকাউন্ট থেকেও নাম নথিভুক্ত করা যেতে পারে। টিকাকরণ কেন্দ্রে গিয়েও নাম লেখানো যেতে পারে।