আগে থেকেই খবর ছিল। সেই সূত্র ধরেই কলকাতা বিমানবন্দর সংলগ্ন অঞ্চল থেকে নিষিদ্ধ মাদকচক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ১৪৪ কেজি নিষিদ্ধ মাদক। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মনোরঞ্জন গুছাইত ও বিশ্বজিৎ খাটুয়া। অভিযুক্তরা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কোথা থেকে এত পরিমাণ নিষিদ্ধ মাদক তারা পেল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
আরও পড়ুন - কার চিঠিতে সুজনের স্ত্রীর কলেজে চাকরি ? প্রশ্ন তৃণমূলের, অভিযোগ ওড়ালেন সুজন
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে গৌরীপুর এলাকায় হানা দেয় এয়ারপোর্ট থানার পুলিশ। সেখানেই একটি গাড়ি থেকে ১৪৪ কেজি নিষিদ্ধ মাধকসহ দুই জনকে আটক করা হয়। শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে।