ভবানীপুরের দম্পতি (Bhawanipore Murder) খুনের ঘটনায় তিনজনকে আটক করল পুলিশ। তিন জনকেই লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
বুধবারই খুন হওয়া দম্পতির বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ৯৯ শতাংশ তদন্ত শেষ। পুলিস কমিশনারও সেখানে জানান ঘটনায় পরিচিত লোকের হাত থাকার সম্ভাবনা রয়েছে। শাহ দম্পতির বাড়িতে গিয়ে মমতা প্রতিশ্রুতি দেন, ভবানীপুরকে অশান্ত হতে দেবেন না।
Renu Khatun On Cm : আবেগঘন রেণু, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মা বলে সম্বোধন
সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর পাড়াতেই খুন হন গুজরাতি ব্যবসায়ী দম্পতি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ী অশোক শাহকে ছুরি মেরে, তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে গুলি করে খুন করা হয়েছে। পুরো ঘটনাটি ঘটে সোমবার দুপুর দেড়টা নাগাদ। স্বয়ং মুখ্যমন্ত্রীর পাড়ার হাই সিকিওরিটি জোনে দিন দুপুরে খুনের ঘটনায় ভবানীপুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
খুন হওয়া দম্পতির তিন কন্যার দু’জনের সঙ্গে মঙ্গলবারই ফোনে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। মমতা তাঁদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, তাঁরা যেন পুলিশের তদন্তে আস্থা রাখেন, শীঘ্রই দোষীরা ধরা পড়বে।