রাজ্যে ক্রমশ ভয় ধরাচ্ছে ডেঙ্গি। রবিবারের পর ফের সোমবার একসঙ্গে তিনজনের মৃত্যুতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, সোমবার সল্টলেক আমরিতে মারা যান কেষ্টপুরের সোমনাথ দে। পাশাপাশি, ডেঙ্গি প্রাণ কেড়েছে আবু সৈয়দ মহলদার নামক কলকাতার আর এক বাসিন্দার। সোমবার রুবি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, এনআরএসের সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যুর রিপোর্টেও ডেঙ্গির উল্লেখ রয়েছে।
আরও পড়ুন- Dengue in West Bengal: রাজ্যে ডেঙ্গির জোড়া আক্রমণ, পরিস্থিতির ক্রম-অবনতি, চিন্তায় স্বাস্থ্যভবন
সোমবারই নাইসেড জানায়, DENG 2-র প্রকোপ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অনেকটাই বেড়েছে। পাশাপাশি, কোনও ডেঙ্গি আক্রান্তের করোনা রেকর্ড আছে কিনা, তা নথিভুক্ত করা শুরু করেছে স্বাস্থ্য ভবন। আপাতত রাজ্যজুড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব কমানোই মূল লক্ষ্য সরকারের। তবে রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতে পাল্লা দিয়ে ডেঙ্গির প্রকোপ বাড়ায় চিন্তার রাজ্যের চিকিৎসক মহল।
অবস্থা এতটাই গুরুতর যে, হুগলি জেলাকে রীতিমতো হটস্পট ঘোষণার পথে এগোচ্ছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতেই রাজ্যের ৫ জেলায় প্রতিনিধি পাঠাতে চলেছে স্বাস্থ্যভবন।