হস্টেলে চার নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের একটি হস্টেলে। হস্টেল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে হস্টেলের শিক্ষক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।
হরিদেবপুর থানার অন্তর্গত কেওড়াপুর এলাকায় রয়েছে সেন্ট পলস চার্চ। সেখানে রয়েছে একটি মেয়েদের হস্টেল। ওই আবাসিক হস্টেলে চার নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, ওই হস্টেলটি পরিচালনার দায়িত্ব ছিলেন এক মহিল। তিনি এবং তাঁর স্বামী ওই হস্টেলেই থাকতেন। অভিযোগ, ওই মহিলার স্বামীই নাবালিকা ছাত্রীদের যৌন নির্যাতন করতেন। এমনকি, এক শিক্ষক এবং এক কর্মচারী ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন।
শুধু নির্যাতন নয়, ছাত্রীদের নিয়মিত হুমকি দেওয়া হত বলেও অভিযোগ। গতকাল অর্থাৎ রবিবার কয়েকজন ছাত্রীর অভিভাবক ওই হস্টেলে গিয়েছিলেন। সেইসময়ই নির্যাতিতা ছাত্রীরা পুরো ঘটনা জানায়। তারপরেই বিষয়টি জানাজানি হয়।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছ। এবং ছাত্রীদের মেডিক্যাল পরীক্ষা করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।