ফের টাকা উদ্ধার শহর কলকাতায়। স্ট্র্যান্ড রোড এলাকা থেকে টাকা-সহ তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে লালবাজার। ধৃতদের নাম বিমল ওঝা, আমনকুমার তিওয়ারি এবং বিমলকুমার দুবানি।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোট ৪৩ লক্ষ ৫০০ টাকা উদ্ধার হয়েছে। ওই টাকা কার? কোথায় বা পাচার করা হচ্ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজারের আধিকারিকরা। উদ্ধার হওয়া টাকার মধ্যে মূলত ৫০০ টাকার নোট রয়েছে। এছাড়াও বেশ কিছু ১০০ টাকার নোটও মিলেছে।
জানা গিয়েছে সোমবার বিকেলে উদ্দেশ্যহীন ভাবে তিন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় পুলিশের. লালবাজারে গুন্ডা দমন শাখার আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্তদের কাছে থাকা ব্যাগ খুলতেই উদ্ধার হয় থরে থরে সাজানোর টাকার বান্ডিল।
আরও পড়ুন- কীভাবে হয় সার্জারি? ডাক্তারি পড়ুয়াদের শেখাতে গিয়ে ময়নাতদন্তের দেহ নিয়ে 'কাটাছেড়া' আর জি করে!