বকেয়া ডিএ-এর দাবি করতে গিয়ে গ্রেফতার হন ৪৭ জন সরকারি কর্মী। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় তাঁদের। প্রত্যেককে জামিনের নির্দেশ আদালতের। এই মামলার পরবর্তী শুনানি ১১ জানুয়ারি।
বৃহস্পতিবার গ্রেফতার হওয়া সরকারি কর্মীদের মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে ব্যাঙ্কশাল কোর্ট চত্বর। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবি তুলে বিক্ষোভ দেখায় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এরপরই আদালতে পেশ করা হয় ধৃত কর্মচারীদের। আদালত কর্মচারীদের পুলিশ হেফাজতের দাবি খারিজ করে। প্রত্যকেই জামিন পান।
বুধবার ডিএ-এর দাবিতে বিধানসভা অভিযান করেন সরকারি কর্মচারীরা। পুলিশ তাদের রাণি রাসমনি রোডে আটকে দেওয়ার পর ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। বহু সরকারি কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ১১ জন মহিলাও ছিলেন।