রাজ্যের জন্য বকেয়া কেন্দ্রীয় বাহিনীও ভোটের আগেই চলে আসতে পারে। বুধবার কলকাতা হাই কোর্ট থেকে বেরিয়ে এই দাবি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার। আদালতে চলা এক মামলার শুনানিতে এদিন হাজিরা দিয়েছিলেন তিনি। রাজীব সিনহা জানিয়েছেন, আশা করা হচ্ছে কেন্দ্রের কাছ থেকে বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও পাওয়া যাবে। রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিও তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন রাজ্য নির্বাচন কমিশনার।
রাজ্যে পঞ্চায়েতে ভোট হতে চলেছে আগামী মাসের আট তারিখ। তার আগে আদালতের নির্দেশে প্রথমে ২২ কোম্পানি ও তার পরে আর ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এর মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী প্রথম দফায় রাজ্যের জন্য মঞ্জুর করা হয়েছে। গত রবিবার বাকি বাহিনীর জন্য কেন্দ্রকে ফের চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির ভিত্তিতেই গত সোমবার রাজ্যকে পাল্টা চিঠি পাঠায় কেন্দ্র।
এই চিঠি চালাচালির মধ্যেই সূত্রের দাবি, নিজেদের চিঠিতে কোন জেলায় কত বাহিনী থাকবে, তার একটা মোটামুটি রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক মামলা ঝুলে রেয়েছে। সেইরকম এক মামলায় হলফনামা জমা দিতেই তিনি আদালতে গিয়েছিলেন।