কলকাতা পুলিশের(Kolkata Police) আধিকারিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। এক ব্যক্তিকে ফোন করে বলা হয়, তাঁর নাম সেক্স র্যাকেটে(Sex Racket) জড়িয়েছে। মিটমাট করতে হলে দিতে হবে মোটা অঙ্কের টাকা।
এই ঘটনায় রাজারহাটের(Rajarhat) সাপুরজি কমপ্লেক্স থেকে পাঁচজনকে গ্রেফতার করল লালবাজারের(Lalbazar) সাইবার ক্রাইম বিভাগ। ধৃতদের মধ্যে রয়েছে একজন নাবালকও।
অভিযোগকারীর দাবি, কলকাতা পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে তাঁকে ফোন করা হয়। বলা হয় সেক্স র্যাকেটে(Sex Racket) তাঁর নাম জড়িয়েছে। মিটমাটের প্রস্তাব দিয়ে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। বিশ্বাস অর্জনের জন্য ফোনে পাঠানো হয় পুলিশের ভুয়ো পরিচয়পত্রের ছবি। কিন্তু সন্দেহ হতেই গোটা বিষয়টি নিয়ে পুলিশের(Police) দ্বারস্থ হন ওই ব্যক্তি। ওই ব্যক্তির অভিযোগের সূত্র ধরে তদন্তে নামে কলকাতা পুলিশ(Kolkata Police)।
আরও পড়ুন- Malda Fraud Case: কলেজের প্রফেসর পরিচয়ে বিয়ের সম্বন্ধ, সন্দেহ হতে পুলিশের দারস্থ পাত্রীর পরিবার
কলকাতা পুলিশ(Kolkata Police) সূত্রে খবর, ফোন নম্বর ট্র্যাক করে দেখা যায় মোবাইলের অবস্থান রাজারহাটের(Rajarhat) সাপুরজি আবাসনে। আরও তথ্য সংগ্রহ করে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ওই আবাসনে অভিযান চালায় লালবাজারের(Lalbazar) সাইবার ক্রাইম বিভাগ। পুলিশের(Police) জালে ধরা পড়া পাঁচ অভিযুক্ত বিহারের(Bihar) বাসিন্দা। তাদের কাছ থেকে ৫টি সিমকার্ড সহ উদ্ধার হয়েছে ৭টি মোবাইল ফোন এবং ৩টি এটিএম কার্ড।