বর্ষবরণের রাতে (New Year Eve) গ্রেফতার ৫৪০ জন। বড়দিনেও কলকাতায় (Kolkata) গ্রেফতার হন ৩১৪ জন। বেপরোয়া গতি, হেলমেটহীন চালক। কলকাতা পুলিশ (Kolkata Traffic Police) জানিয়েছে, বর্ষবরণের মেজাজে আইন অমান্য করেছেন মোট ৬৬৪ জন।
তাঁদের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে জরিমানা দিয়েছেন ১৮৭ জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আইন ভেঙেছেন ১৭৯ জন। ১৪৮ জনের মাথায় হেলমেট ছিল না। ৯৫ জন সওয়ারি হেলমেট ছাড়া বাইক সফর করেছেন। অন্য ৫৫ জন আরও অন্য উপায়ে ট্রাফিক আইন ভেঙেছেন।
আরও পড়ুন: নতুন বছরের আনন্দে মাতোয়ারা বাংলা, নিকোপার্ক, ইকোপার্কে মানুষের ঢল
লালবাজারের পক্ষ থেকে শনিবার রাতে শহরের ৯৭টি জায়গায় নাকা চেকিং বসানো হয়েছিল। পার্ক স্ট্রিট ও সংগল্ন এলাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এলাকার দায়িত্বে ছিলেন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশকর্তা। এত পুলিশ নামা সত্ত্বেও নজরদারির ফাঁক গলে বিধি ভাঙা হয়েছে।