দুর্ভোগ শেষে নয়া দৌড়। এই প্রথম শিয়ালদহের উত্তর শাখার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এল ১২ বগির লোকাল ট্রেন। রবিবার দুপুরে নদিয়ার শান্তিপুর থেকে ছেড়ে এই ট্রেন আসে শিয়ালদহে। এর আগে নির্ধারিত সময়ের দু ঘণ্টা আগে শেষ শিয়ালদহ উত্তর শাখার প্ল্যাটফর্মের সংস্কারের কাজ। রেল জানিয়েছে, পরীক্ষামূলক ভাবে এদিনই প্রথম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এলে ১২ বগির লোকাল ট্রেন। রেলের দাবি, জুলাই মাস থেকে এক থেকে পাঁচ নম্বর প্রতিটি প্ল্যাটফর্ম থেকেই চলবে ১২ বগির এই ট্রেন।
এর আগে, এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সংস্কারের জেরে চূড়ান্ত নাকাল হতে হয় রেল যাত্রীদের। ব্যস্ত সময়ে শিয়ালদহের এই পাঁচটি স্টেশন বন্ধ থাকার জেরে থমকে যায় দূরপাল্লার পরিষেবাও। রেলের তরফে দাবি করা হয়, রবিবার দুপুর দুটোর মধ্যেই শেষ হবে সংস্কারের কাজ। যদিও তার দু ঘণ্টা আগে কাজ শেষ হয়েছে বলে বিবৃতি দিয়েছে রেল।
এদিকে, রবিবারও যাত্রী বিক্ষোভের জেরে কার্যত উত্তাল হয় শিয়ালদহ। অনুসন্ধান কেন্দ্র ভাঙচুরের অভিযোগ ওঠে। এই পরিস্থিতি রবিবার দুপুর ১২টা থেকে শিয়ালদহ মেন শাখায় এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে কোনও কোনও ট্রেন কিছুটা দেরিতে চলার সম্ভাবনা রয়েছে।