শুক্রবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা(Behala Road Accident)। প্রাণ গেল এক কলেজ ছাত্রীর। ঘটনাস্থল বেহালার পাঠকপাড়া(Road Accident in Behala)। মৃত তরুণী মৌলি অধিকারী পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। বেহালায় এক মেসে থেকে পড়াশোনা চালাতেন তিনি। এদিন বাইক ট্যাক্সি করে কলেজ যাওয়ার পথে ডাম্পারের(Dumper-Bike Accident) সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হওয় ওই তরুণীর। তবে বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বিদ্যাসাগর হাসপাতালে(Vidyasagar Hospital)।
জানা গিয়েছে, শুক্রবার সকালে বাইক ট্যাক্সি করে বেহালা(Road Accident in Kolkata) থেকে কলেজ আসছিলেন ওই ছাত্রী। সকাল ৮টা নাগাদ এসএন রায় রোডে একটি ১০ চাকার ডাম্পার বেপরোয়া গতিতে এসে বাইকে ধাক্কা মারে। ধাক্কার চোটে বাইক থেকে ছিটকে পড়েন ওই কলেজ ছাত্রী। সেখানেই ডাম্পারটি পিষে দেয় তাঁকে। এরপর আশঙ্কাজনক অবস্থায় মৌলিকে হাসপাতালে(Vidyasagar Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য(Behala Road Accident) ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ডাম্পার চালককে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁদের দাবি, ওই চালক মদ্যপ ছিলেন। স্থানীয়রাই অভিযুক্ত চালককে পুলিশের হাতে তুলে দেন। ডাম্পারটিকেও বাজেয়াপ্ত করে বেহালা থানা(Behala Police Station)।