কলকাতায় ফের ভেঙে পড়ল বাড়ি একাংশ। সোমবার এই ঘটনা মহাত্মা গান্ধী রোডে। শিয়ালদহের পূরবী সিনেমা হলের কাছে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেইসময় বাড়ির মধ্যে বেশ কয়েকজন ছিলেন বলেই দমকল সূত্রে খবর। জানা গিয়েছে ওই বাড়ির সিড়ির অংশ খসে পড়েছে। ঘটনাস্থলে উদ্ধারের কাজে আছেন দমকল কর্মীরা। পুরসভা সূত্রে খবর, মহাত্মা গান্ধী রোডের এই বাড়ির বয়স প্রায় ৭০ বছর।
এই ঘটনায় বাড়ির মধ্যে থাকা পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে এই বাড়িটিকে বিপজ্জনক বলেই ঘোষণা করা হয়েছিল। এদিন বেলার দিকে বাড়ির সিড়ির একটি অংশ হঠাৎই ভেঙে পড়ে। স্থানীয়দের তৎপরতায় খবর যায় দমকলে।
প্রায় দুপুর পর্যন্ত চলে উদ্ধারের কাজ। তারপর উপরে আটকে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়।