ফের শহর কলকাতায় পথ দুর্ঘটনা(Road Accident in Kolkata)। সিভিক ভলান্টিয়ার, পথচারীদের ধাক্কা মেরে রেলিংয়ে আটকে গেল বেপরোয়া গাড়ি। ঘটনাস্থল চিংড়িহাটা(Chingrihata Accident)। আহতদের মধ্যে তিনজনকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি চারজনকে চিত্তরঞ্জন হাসপাতাল এবং এসএসকেএমে(SSKM) নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি নিকো পার্কের(Nicco Park Accident) দিক থেকে বাইপাসের দিকে আসছিল। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির কারণেই গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক।
জানা গিয়েছে, চিংড়িহাটা বাইপাসে(Chingrihata Bypass) ওঠার আগেই গাড়িটি কিছু পথচারীকে ধাক্কা দেয়। আতঙ্কে তাঁরা ছোটাছুটি করতে শুরু করলে গাড়িটিকে থামাতে যান ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। তাকেও ধাক্কা মাড়ে গাড়িটি। নানাভাবে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ(Kolkata Police)। অবশেষে বাইপাসে ওঠার পর গার্ড রেল ফেলে গাড়িটিতে আটকানোর চেষ্টা করে পুলিশ। পাশ কাটাতে গিয়ে গাড়িটি(Kolkata Road Accident) ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। সেখান থেকেই আটক করা হয় ঘাতক গাড়ির চালককে। ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
আরও পড়ুন- Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর, সবকটির উপর স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের