ব্যাগে কার্তুজ ! এই অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার এক ব্যক্তি। তার নাম মহম্মদ গালিব। সে বিহারের বাসিন্দা। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু যাওয়ার জন্য সে কলকাতায় এসেছিল। নিরাপত্তা চেকিংয়ের সময় গালিবের ব্যাগে কার্তুজ পাওয়া যায়। তার ব্যাগ থেকে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এরপর টানা জেরার পর গালিবকে গ্রেফতার করা হয়।
কিন্তু ব্যাগে কার্তুজ নিয়ে বেঙ্গালুরু কেন যাচ্ছিল গালিব ? দীর্ঘ জেরার পরেও এই ব্যাপারে স্পষ্ট নয় পুলিশ। কারণ, গালিব পুলিশের কাছে দাবি করেছে, সে মায়ের সঙ্গে দেখা করতেই বেঙ্গালুরুর টিকিট কেটে ছিল। মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার ছেলের ব্যাগে কার্তুজ কেন থাকবে, সেই প্রশ্নটাও পুলিশটা খটকা দিয়েছে।
আবার আরেকটি সূত্র থেকে মনে করা হচ্ছে, এই ঘটনার পিছনে নাশকতার ছক থাকতে পারে। সেটা বেঙ্গালুরু না অন্য কোথাও, তা যদিও এখনও স্পষ্ট নয়।