শুক্রবার সকালে মৃত্যু হল চিংড়িহাটা পথ দুর্ঘটনায়(Road Accident in Kolkata) আহত এক পথচারীর। বৃহস্পতিবার দুপুরে এই পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন ৭ পথচারী (Chingrihata Accident)। তাঁদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে(Chittaranjan Hospital) নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁদের মধ্যে খুকু গায়েন নামক এক মহিলা মারা যান। গাড়ির ধাক্কায় খেজুরির(Khejuri) বাসিন্দা এই মহিলার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় বলেই খবর।
বৃহস্পতিবার চিংড়িহাটা বাইপাসে(Chingrihata Bypass) ওঠার আগেই গাড়িটি কিছু পথচারীকে ধাক্কা দেয়। আতঙ্কে তাঁরা ছোটাছুটি করতে শুরু করলে গাড়িটিকে থামাতে যান ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। তাকেও ধাক্কা মাড়ে গাড়িটি। নানাভাবে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ(Kolkata Police)। অবশেষে বাইপাসে ওঠার পর গার্ড রেল ফেলে গাড়িটিতে আটকানোর চেষ্টা করে পুলিশ। পাশ কাটাতে গিয়ে গাড়িটি(Kolkata Road Accident) ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। সেখান থেকেই আটক করা হয় ঘাতক গাড়ির চালককে।
আরও পড়ুন- Anubrata Mondal: বিধি বাম, জামিন পেলেন না অনুব্রত মণ্ডল, ১৬ ডিসেম্বর জামিন মামলার শুনানি
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি নিকো পার্কের(Nicco Park Accident) দিক থেকে বাইপাসের দিকে আসছিল। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির কারণেই গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক।