আসন্ন লোকসভা ভোটে বাংলার কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাত তারিখ তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন তিনি। তার আগে কলকাতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারি, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি লড়াই করলে লক্ষাধিক ভোটে জিতবেন।
বিচারপতি পদ থেকে এদিনই তিনি ইস্তফা দিয়েছেন। তার পর তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাজনীতিক। কিন্তু যাঁকে সেনাপতি বলা হচ্ছে, তিনি আসলে কিছুই নন। রাজনৈতিক মহলের মতে, নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি। সেইসঙ্গে চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষাধিক ভোটে হারাবেন।
বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগের আগেই তিনি জানিয়েছেন, ২০২৬ সালের আগেই উঠে যাবে তৃণমূল কংগ্রেস। তাঁর কটাক্ষ তৃণমূল রাজনৈতিক দল নয়, একটা যাত্রা পার্টি। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের প্রশয় দেওয়া হয়। তবে, এদিনও তৃণমূলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ সম্পর্কে বিনয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।