জল্পনার অবসান। বিজেপিতেই যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সাত তারিখ তিনি বিজেপি যোগ দিচ্ছেন। বিজেপি তাঁকে টিকিট দিলে লোকসভা ভোটে প্রার্থী হবেন। গত রবিবার তাঁর ঘোষণার পর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল।
এদিনই বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, বিজেপি একমাত্র দল যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাঁর গেরুয়া শিবিরে যোগদানের পিছনে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, গত সাতদিন এই ব্যাপারে তাঁদের আলোচনা হয়েছে।
এদিকে বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি দাবি করেছেন, রাজ্যে তৃণমূল বেশি দিন আর নেই। তবে একই সঙ্গে তিনি জানালেন, শাসকদলের তরফে তাঁকে আক্রমণ করা হয়েছে বলেই তিনি আজ রাজনীতিতে।