মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে (TMCP Foundation Day) বিরোধীদের আক্রমণ করতে গিয়ে আশঙ্কা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, এই সভা সফল হয়েছে। এরপরই না আবার কিছু একটা হয়। অভিষেকের পাশে দাঁড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানালেন, ওকে আর ওর বউকে নোটিস দিয়েছে। এবার ওর ২ বছরের ছেলেকেও নোটিস ধরাবে।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "২১ জুলাই আমাদের সমাবেশ হল। ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হল। ২২ জুলাই কেন, ২৩ জুলাই না কেন, ২৪ জুলাই না কেন। এই যে আজকে এত বড় একটা সমাবেশ হল। আপনি লিখে রাখুন, চার পাঁচদিনের মধ্যে আবার কিছু একটা হবে। তার কারণ রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। দিল্লিতে চুড়ি পরে বসে আছে। আর এখানে ইডি আর সিবিআইকে লাগিয়েছে। আরে আসুন না মাঠে ময়দানে লড়াই হবে।"
আরও পড়ুন: 'পার্থ, কেষ্ট, ববি, অরূপ, অভিষেক, সবাই চোর, ওরা সাধু!' কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিন অভিষেকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, "হঠাৎ যদি দেখেন, ববিকে অ্যারেস্ট করেছে, বুঝবেন সব সাজানো। সব নাটক আর মিথ্যে। এই যে অভিষেক বলল না, ২১ জুলাই হল, আর ২২ তারিখ মধ্যরাতে পার্থদার বাড়িতে গিয়ে হাজির হল। বিচারাধীন বলে কিছু বলছি না। কেষ্টর মতো সাহায্যকারী ছেলে আমি খুব কম দেখেছি। অভিষেক এত ভাল বক্তৃতা দিয়েছে, ওকে কাল না আবার নোটিস ধরায়। ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এরপর মনে হয় ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে। যখন ডাকবে ওকেও সাথে করে নিয়ে যাস। বাচ্চাটার চেহারাটা আগে থেকে দেখে রাখুক। বুঝতে পারবে বাচ্চাটাও কেমন স্ট্রং।"