পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের পথে বিরোধী শূন্য করতে হবে বাংলাকে। এমনই আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথকর্মীদের নিয়ে বিশেষ সম্মেলনে শুধু পঞ্চায়েত নয়, পরের লোকসভা ভোটেও একই পথে কর্মীদের হাঁটার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "গণতান্ত্রিক পথে বিরোধী শূন্য করতে হবে। ২০২৩ সালে পঞ্চায়েত ও ২০২৪ সালে লোকসভা ভোটে সেই কাজ কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। দলনেত্রী আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। তাই আমাদের সেই পথে চলেই বিজেপিকে জবাব দিতে হবে।"
প্রসঙ্গত, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অভিযোগ ছিল, বিরোধীদের অনেক জায়গাতেই প্রার্থী দিতে দেওয়া হয়নি। এবার যাতে তেমন অভিযোগ না ওঠে, সেটাই বৃহস্পতিবার মনে করিয়ে দেন অভিষেক। দলীয় কর্মীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বুথে গিয়ে পালন করার কথা মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।