২১ জুলাইয়ের (21 July) সমাবেশেই হবে ২০২৪ সালের লোকসভার ব্লু-প্রিন্ট। সব কিছু স্বাভাবিক থাকলে এবার ধর্মতলায় ফিরছে শহিদ দিবসের সমাবেশ। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৪ সালে লড়াইয়ের অভিমুখ তৈরি করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সেই সভারই প্রস্তুতি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ডাকা হয়েছে সমস্ত বিধায়ক, জেলার সভাপতি, যুব সভাপতি ও পদাধিকারীদের।
এবার ২১ জুলাইয়ের সমাবেশ কতটা বড় হবে, তার প্রস্তুতি নিয়েই বৈঠক করবেন অভিষেক। ২১ জুলাইয়ের সমাবেশ থেকে রাজ্য ও দেশজুড়ে তৃণমূলের কী কী কর্মসূচী হবে, তাও ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী। এবার লড়াইটা আরও অনেক বড়। লক্ষ্য চব্বিশের সাধারণ নির্বাচন। রাজনৈতিক মহলের দাবি, দেশের একাধিক রাজ্যে লড়াই করে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, গোয়া, অসম, মেঘালয়ে গুরুত্বপূর্ণ জায়গায় চলে গিয়েছে তৃণমূল। ত্রিপুরায় এই মুহূর্তে প্রধান বিরোধী মুখ তৃণমূলই। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মতলার পাশাপাশি ত্রিপুরা, অসমের পাশাপাশি উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যগুলিতেও পালিত হবে ২১ জুলাই।
আরও পড়ুন: অগ্নিপথ বিক্ষোভে আজও উত্তাল বিহার, লখিসরাইয়ে ট্রেনে আগুন দেওয়ার অভিযোগ
গত ২ বছর ভিনরাজ্যে ২১ জুলাই পালন করতে গিয়ে সমস্যায় পড়েছে দল। অনুমতি দেয়নি অন্য রাজ্যের সরকার। তবে তৃণমূলের দাবি, এবার পরিস্থিতি আলাদা। ত্রিপুরাতে শক্তি বৃদ্ধি হয়েছে। দিল্লিতে মহাজোটে প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই এবার অনুমতি পেতে অসুবিধা হবে না।