চোখ দেখাতে হায়দরাবাদ গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালের বিমানে তিনি দক্ষিণের এই শহরে উড়ে গিয়েছেন। এদিন অভিষেককে দেখতে বিমানবন্দরে হাজির ছিলেন তাঁর বেশ কয়েকজন অনুরাগী। জানা গিয়েছে, চোখের পরীক্ষা করিয়ে এদিন রাতেই তিনি কলকাতা ফিরবেন।
এই বছরের পুজোর আগে প্রায় একমাসের জন্য আমেরিকায় গিয়েছিলেন চোখের পরীক্ষা করাতে। তারপর ভারতে এসে হায়দরাবাদের নামী এক চোখের হাসপাতালে যান তিনি। অভিষেক ঘনিষ্টদের দাবি, রুটিন চেক-আপ করাতেই তাঁর হায়দরবাদে যাওয়া।
২০১৬ সালে জনসভা থেকে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল তাঁর কনভয়। সেই দুর্ঘটনার পর অভিষেকের চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার চিকিৎসা চলছে এখনও। দেশের বিভিন্ন নামী চিকিৎসালয়ের পাশাপাশি বিদেশেও চিকিৎসা হয়েছে।