চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে জারি ২২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগে ছাড়পত্র দিয়েছে সংশ্লিষ্ট দফতর। ফলে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে সব মিলিয়ে মোট ২২ হাজার শূন্যপদ রয়েছে বলেই খবর।
জানা গিয়েছে, নবম-দশম-একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট ২১৬৯৪ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যেই রয়েছে প্রধান শিক্ষকের জন্য ২৩২৫টি শূন্যপদ। মধ্যশিক্ষা পর্ষদের থেকে এই বিষয়ে যাবতীয় তথ্য পেতেই সক্রিয় হবে এসএসসি। এরপর সমস্ত নিয়মবিধি খতিয়ে দেখে বিজ্ঞাপন দেবে এসএসসি।
আরও পড়ুন- SSC Interview : ১৪ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ, স্কুল সার্ভিসে ঠিক সময়েই হবে ইন্টারভিউ, ফের জানাল কমিশন
অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশন চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ঠিক সময়েই নেওয়া হবে বলে জানান এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। ইন্টারভিউয়ের সাতদিন আগে প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি। ফলে দীর্ঘদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা আপাতত স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন।