মঙ্গলবার নবান্ন অভিযানে গুরুতর আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায় ভালো আছেন। বুধবার এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে এমনটাই জানালেন DC South আকাশ মাঘারিয়া। অসুস্থ এসিপিকে দেখতে এসেছিলেন তিনি।
বিজেপির নবান্ন অভিযানে একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই হিংসার একাধিক ভিডিয়ো। এর মধ্যে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এমজিরোডে ডিউটিরত অবস্থায় ছিলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। আচমকাই তাঁকে দেখে ইট-পাথর ছুড়তে শুরু করে বিজেপির পতাকা হাতে থাকা কয়েকজন যুবক। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে মাটিতেও পড়ে যান তিনি।
এরপর গুরুতর আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। হাত ভেঙে আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার তাঁকে দেখতে এসএসকেএমে যান সাউথ ডিসি আকাশ মাঘারিয়া। এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ। ইতিমধ্যেই বড় বাজার থানা গ্রেফতার করেছে ৪ জনকে, হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার করেছে ৫ জনকে। বউবাজার থানাও ৪ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও ওই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত ছিল সকলের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।