বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আরও এক যৌন হেনস্থার অভিযোগ। সেই অভিযোগের অনুসন্ধান রিপোর্ট এবার জমা দেওয়া হল নবান্নের স্বরাষ্ট্র দফতরের কাছে। সূত্রের দাবি, এই অভিযোগ বছর খানেক আগের। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক নৃত্যশিল্পী। গিয়েছিলেন লালবাজারেও। ওই সূত্রেই দাবি করা হয়েছে, গত দোসরা মে-র ঘটনার অনেক আগেই এই অভিযোগ জমা পড়েছিল।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির এই অভিযোগ করা হয়েছিল গত বছরের জুন মাসে। নয়াদিল্লির এক হোটেলে রাজ্যপাল বোস তাঁকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ ওই তরুণীর। অভিযোগে ওই শিল্পী দাবি করেন, রাজধানীতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। বিলাসবহুল হোটেলে তাঁর জন্য ঘর বুক করা হয়েছিল। রাজ্যপালের এক আত্মীয় ওই বুকিং করেছিলেন বলে অভিযোগ।
এই অনুসন্ধান সংক্রান্ত রিপোর্ট নবান্নের স্বরাষ্ট্র দফতরের কাছে জমা দিয়েছে লালবাজার। মুখবন্ধ খামে ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। উল্লেখ গত দোসরা মে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উত্তাল হয় রাজ্য রাজনীতি। এই ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেন রাজ্যপাল।
এই অভিযোগের মধ্যেই ফের নতুন অভিযোগ উঠল রাজ্যপালের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, চতুর্থ দফার ভোটের পরের দিনেই রাজ্যপালের বিরুদ্ধে এই নতুন অভিযোগ। যা রাজ্য রাজনীতিতে ফের চাপ বাড়াল বিজেপির উপরেই।