বৌবাজারে একাধিক বাড়়িতে ফের ফাটল। ফিরল দুর্গাপিতুরি লেনের স্মৃতি। এবার মদন দত্ত লেনের বাড়িতে। শুক্রবার ভোর রাত থেকে ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। বাসিন্দাদের. বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর কাজের জন্য ফের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এলাকার অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ওই এলাকার বাসিন্দারা। যে ভাবে ফাটল হয়েছে, বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে খবর দেওয়া হলেও প্রায় ২ ঘণ্টা পরে মেট্রো আধিকারিকরা সেখানে আসেন। অন্যদিকে মেট্রো কর্তৃপক্ষের দাবি, বাসিন্দাদের বিক্ষোভে তাঁরা এলাকায় ঢুকতেই পারেননি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মাইকিং করে এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে ১০টি বাড়ি খালি করা হয়েছে। কিন্তু বাড়ি ছেড়ে দিলেও রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছেন অনেক বাড়ির সদস্যই। কোনওমতেই এলাকা ছাড়তে চাইছেন না তাঁরা।