রাজ্য ও দেশের বিভিন্ন এলাকায় হামলার ছক করছে ভারতীয় আল কায়দা গোষ্ঠী। দেশের বেশ কিছু শহরে বিস্ফোরণের ছকও কষা হয়েছে। সম্প্রতি এক জেহাদির কাছে উদ্ধার হওয়া পেনড্রাইভ থেকে পাওয়া গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। জানিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে খবর, জঙ্গিদের তালিকায় প্রায় এক ডজন ভিআইপি লোক ছিলেন। ছিলেন কিছু রাজনৈতিক নেতাও। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হয় ভারতীয় আলকায়দার জঙ্গি মহম্মদ হাসনত। তার মালদার বাড়ি থেকে ওই পেনড্রাইভ উদ্ধার করে পুলিশ। তবে পেনড্রাইভে সব তথ্যই কোডওয়ার্ডে ছিল। সেই কোড ভেঙে আসল তথ্য উদ্ধার করেন গোয়েন্দারা। লোন-উলফ অ্যাটাকের পরিকল্পনা ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। কোথায় বিস্ফোরণের ছক ছিল, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান বাংলাদেশে পালানোর রাস্তাও তৈরি করে রেখেছিল জঙ্গিরা।
গত কয়েকমাসে রাজ্য থেকে চার সন্ত্রাসবাসীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। মঙ্গলবারই তাদের এক সঙ্গী আজিজুল হক গ্রেফতার হয়। তার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ আছে। গোয়েন্দাদের দাবি বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা কলকাতা ও দেশের একাধিক রাজ্যে আশ্রয় নিয়েছে।