আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Aliah University Vice Chancellor) লক্ষ্য করে অশ্রাব্য গালাগালি সাসপেন্ড হওয়া প্রাক্তন ছাত্রনেতার। গালাগালি ও খুনের হুমকি দেওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল (Viral Video)। আর সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়! ভিডিওর সত্যতা স্বীকার করে পাল্টা সাংবাদিক বৈঠক টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতা গিয়াসুদ্দিন মণ্ডলের (Giyasuddin Mondal)। রবিবার অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার করে টেকনো থানার পুলিশ।
ভাইরাল হয়া ভিডিওতে ঘরে ঢুকে উপাচার্য মহম্মদ আলিকে (Md. Ali) অশ্রাব্য ভাষায় গালাগাল করতে শোনা গিয়েছে বহিষ্কৃত ছাত্র নেতাকে।
তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ৩ বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে।
এই ঘটনার মাঝে পুলিশকে ফোন করেও সাহায্য পাননি বলে অভিযোগ উপাচার্যের। তাঁর ফোন নিয়ে ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছে ওই ছাত্রনেতা। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য।
ভাইরাল হওয়া ভিডিওর প্রেক্ষিতে গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি এবং বাম শিবির।