একদশক পেরিয়ে অবশেষে কার্টুন-কাণ্ড থেকে অব্যাহতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। বৃহস্পতিবার আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারক এই মামলা থেকে অম্বিকেশের অব্যাহতির নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মুক্তি দেওয়া হয়েছে এই সংক্রান্ত ফৌজদারি মামলা থেকে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে অম্বিকেশ মহাপাত্র জানিয়েছেন, এতদিনে মামলা ভ্যানিস হল। ২০১২ সালে রেলমন্ত্রী হিসাবে দীনেশ ত্রিবেদীর বদলে মুকুল রায়কে মন্ত্রকে আনা হয়েছিল। সেই ঘটনার পরে ফেসবুকে একটি মিম শেয়ার করেছিলেন যাদবপুরের অধ্যাপক। তারজেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
প্রায় ১০ বছর আগের এক এপ্রিল মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করা হয়েছিল। পূর্ব যাদবপুর থানা থেকে তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু চার্জশিট দিয়ে মামলা চালিয়ে যাচ্ছিল পুলিশ। দু বছর আগের সেপ্টেম্বর মাসে আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় বিচারকের কাছে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন অম্বিকেশ।
মূলত অম্বিকেশের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। কয়েক বছর আগেই ওই ধারা অসাংবিধানিক বলে খারিজ করেছে সুপ্রিম কোর্ট।