২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। সেসময় সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের বিজনেস অ্য়াডভাইসরি কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর , এবিষয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত কড়া মনোভাব রেখেছে। বিধায়কদের যে হাজিরা খাতা রয়েছে তা এবার থেকে মুখ্য সচেতক এবং পরিষদীয় মন্ত্রীর ঘরে রাখা থাকবে। বিধানসভায় ঢোকা ও বেরোনোর সময় লিখে রাখতে হবে সেখানে।
চলতি সপ্তাহের শেষ থেকে অধিবেশন শুরু হতে চলেছে রাজ্য বিধানসভায়। স্পিকার জানিয়েছেন, এবারের আলোচনায় মূল বিষয়বস্তু হবে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি। ২৮ তারিখ সংবিধান দিবস। ওই দিন সংবিধান নিয়ে আলোচনা করার জন্যই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।