জামিন পাওয়ার ১৫ দিনের মধ্যে নাবালিকাকে বিয়ে করতে হবে ধর্ষককে। শুক্রবার পকসো মামলায় অভিযুক্তকে জামিন দিয়ে এই শর্ত বেঁধে দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নাবালিকার পরিবারের কথা ভাবা হয়েছে।
শুক্রবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগের মামলার শুনানি ছিল এলাহাবাদ হাই কোর্টে। মামলা শোনেন বিচারপতি দীনেশকুমার সিং। দুপক্ষের সওয়াল-জবাব শোনার পর ধর্ষণে অভিযুক্তের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন তিনি। অভিযুক্ত জেলবন্দিতে ১৫ দিনের মধ্যেই বিয়ে করতে হবে বলে শর্ত রাখে এলাহাবাদ হাই কোর্ট।
আরও পড়ুন: কালীপুজোর আগে শহর জুড়ে তল্লাশি, উদ্ধার প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার একাধিক
আদালতের পর্যবেক্ষণ, নির্যাতিতার সন্তানের বাবা ধর্ষক। সদ্য মা হয় ওই নাবালিকা। নির্যাতিতা ও তার পরিবারের অসহায় কথা ভেবে আদালত ওই ধর্ষককে বিয়ে করার শর্ত রাখে আদালত। জামিন পাওয়ার ১৫ দিনের মধ্যে বিয়ে করতে হবে অভিযুক্তকে।
চলতি বছর এপ্রিল থেকে জেলে আছে ওই অভিযুক্ত। তার বিরুদ্ধে অপহরণ, যৌন নির্যাতন ছাড়াও পকসো মামলায় অভিযোগ দায়ের করে পুলিশ। FIR অনুযায়ী, ১৭ বছরের নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর সন্তানসম্ভবা হয়ে পড়ে নির্যাতিতা। কিছুদিন আগে অভিযুক্তের আইনজীবী আদালতে জানায়, তাঁর মক্কেল নির্যাতিতাকে বিয়ে করতে চায়।